:: এক wifi দিয়ে একাধিক আইডি::
সএক wifi network দিয়ে একাধিক আইডি ক্রিয়েট করে ব্যবহার অনুমদিত না। ওয়েব সাইটের উপরে লাল কালার টেক্সট দিয়ে বড় করে লিখে দেওয়া হয়েছে।
তারপরও অনেকেই ইচ্ছে করে বেশি আয় করতে একাধিক মোবাইলে wifi ব্যবহার করে একাধিক আইডি করছেন। যদিও কিছুদিন হয়তো কাজ করতে পারবেন বাট যে কোন সময় আপনার আইডি ব্যান করে দেওয়া হবে এবং পুনরায় একটিভ করা হবে না। সাধারণ কারণে আইডি খুলে দেওয়া হলেও এক wifi network দিয়ে একাধিক আইডি ব্যবহার করে কাজ করলে সে আইডি ব্যান পার্মানেন্ট এবং পেমেন্ট ও বাতিল হবে।
আর ব্যান হওয়ার পর গ্রুপে গ্রুপে টাকা পাই নাই পাই নাই বলে কমেন্ট স্পমিং শুরু করলে কাজ হবে না । অনুগ্রহ করে এ রুলটি ভালভাবে ফলো করুন।