জাভা ফোন / অপেরা মিনি ব্যবহারকারীরা সাবধান
যারা জাভা ফোন এবং অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন তারা আইপির চেক করে নিবেন । বেশ কিছু জাভা ফোনে ভিপিএন এড থাকে তাই ইউকে বা ইউএস আইপি হয়ে যায়।
আইপি গুলোর শুরুতে 141 থাকে তাই যদি শুরুতে আইপি 141 দিয়ে শুরু হয়ে তাহলে ওই ব্রাউজার বা জাবা ফোন কাজের জন্য অনুপযোগী।
বাংলাদেশি আইপি ছাড়া অন্য আইপি থেকে কাজ করলে যেকোন সময় ব্যান হবে এবং এটার জন্য পেমেন্টও পাবেন না ।