Terms & Conditions
কাজ করার পূর্বে অবশ্যই সকল নীতিমালা ও শর্তাবলি জেনে নিন ।
নির্দেশনা না জেনে কাজ করলে যে কোন সময় আপনার আইডি ব্যান হলে কর্তৃপক্ষ কোন দায় নিবে না।
নির্দেশনা ও শর্তাবলি সমূহ:
১. যে সব কারণে আইডি ব্যান হয়
ID Banned Reason তা জেনে নিন
২. ফেইসবুক গ্রুপে কোন ধরনের বাজে মন্তব্য বা পোষ্ট, অন্য কোন ওয়েব সাইটের লিংক পোস্ট বা কমেন্ট করা যাবে না। বাজে মন্তব্য বা পোষ্ট করার সাথে সাথে তাকে এই সাইট এবং গ্রুপ থেকে বিতারিত করা হবে
৩. অসৎ উদেশ্য ব্যবহার করা আইডি বা আইডি সমূহ যে কোন সময় বাতিল করে দেওয়া হবে এতে করে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
৪. ভিপিএন ব্যবহার সম্পূর্ণ নিষেধ ।
৫. জাভা মোবাইলে অপেরা দিয়ে কাজ করার সময় ১৪১ দিয়ে শুরু করা আইপিগুলো যেকোন সময় ব্যান করা হবে ।
৬. কোন অসৎ উপায় অবলম্বন করে কাজ করলে আইডি ব্যান হবে ।
৭.একাধিক আইডি ব্যবহার সম্পূর্ণ নিষেধ ।
৮. একই নেটওয়ার্ক থেকে একাধিক আইডি ব্যবহার করা যাবে না ।
৯. কোন কারণে আইডি ব্যান হলে বা কোন পেমেন্ট মিস হলে ১ সপ্তাহের মধ্যে সাপোর্টে ফোন করে জানাতে হবে। ১ সাপ্তাহের বেশি দেরি হলে উক্ত আইডি বা পেমেন্টের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সাপোর্ট : 01914704483