REVIEW OF CHHICHOR MOVIE
*This movie is Directed by Nitesh Tiwari of Dangal fame. Here stars Sushant Singh Rajput, Shraddha Kapoor and Varun Sharma in lead roles. The story is a bunch of engineering students and their journey from being losers to choosers. *Here Raghav, son of high achieving parents succumbs to the pressure that comes with cut-throat entrance exams. As he battles for life in a hospital, his parents regroup with their friends after decades. Together, this older generation, goes on a nostalgia trip reminiscing their college days, hoping their bittersweet memories will help save a teenager, who has lost all will to live. *Stress and overwhelming anxiety is a reality for many young students in India. More so, for those who appear for highly competitive engineering and medical entrance exams . And sometimes, ones who do not make it through the criteria find themselves in a whirlpool of doubt and depression. Unable to take the failure in the face of family and peer pressure, they often resort to actions which can cause irreparable damage to themselves and their families. this bleak reality is at the center of Chhichhore’s narrative, its heart and soul is purely reserved for the carefree college and hostel days that shape lifelong bonds and life lessons. *Annirudh (Sushant Singh Rajput) lovingly called Anni by his college buddies and Maya (Shraddha Kapoor), a divorced couple, find themselves in a desperate situation when their teenaged son, Raghav attempts suicide. The doctors indicate that he is critical, not just physically but mentally too. Annirudh believes the only way to bring him out of this darkness is to take Raghav down his own memory lane (back to his hostel days from engineering college). A place where he not just fell in love with Maya but also, forged friendships with ‘Sexa’ (Varun Sharma), ‘Acid’ (Naveen Polishetty), Derek (Tahir Raj Bhasin), ‘Bevda’ (Saharsh Kumar Shukla) and ‘Mummy’ (Tushar Pandey). *As the film’s narrative walks us dow
রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন মেয়র ইসমাইল
ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে আজীবন দাতা হিসেবে বরণ করে নেন স্কুলের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভর্ণিং বোডির সভাপতি, সদস্য এবং প্রধান শিক্ষকসহ সবাই নব আজীবন সদস্য মেয়রকে অান্তরিক অভিনন্দন জানান। মেয়র ইসমাইল বলেন আমি আজ গর্বিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে। আমি চেষ্টা করব অত্র প্রতিষ্ঠানের যে কোন কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করার।
মাসোহারা দিয়েই মহাসড়কের সীতাকুণ্ড নিষিদ্ধ সিএনজি অটো রিক্সা
চট্টগ্রাম কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ যান চলাচল। ২০১৬ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের জারি করা নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি এসব যান চলাচল। নিষেধজ্ঞাকে রীতিমত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন দেদারছে চলছে মহাসড়কে এসব অবৈধ যান। পুলিশের সাথে মাসোহারার বিনিময়ে কিছু ড্রাইভার এসব অবৈধ গাড়ি চালাচ্ছেন বলে জানান তারা। সিএনজি চালক জালাল বলেন, মহাসড়কটিতে তিনি অবাধেই সিএনজি চালাচ্ছেন। কোথাও কোন পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের কেউ তাকে বাধা দেয় না। পুলিশকে মাসোহারা দিয়েইতো গাড়ি চালাতে হয়। সরেজমিন দেখা যায়, কিছুক্ষণ পর পর একটি-দুটি করে সিএনজি অটোরিকশা সীতাকুণ্ড সদর থেকে মহাসড়ক হয়ে বাড়বকুণ্ড এলাকায় যাতায়াত করছে।
CHHICHOR MOVIE REVIEW
*‘Chhichhore’ has a relevant message on the inherent attitude towards academic success and failure that will connect with many youngsters and parents of today. It tells you that the journey is far more important than the destination and that losing is as critical a life lesson as winning. The film scores high on many accounts and is certainly worth watching. forged friendships with ‘Sexa’ (Varun Sharma), ‘Acid’ (Naveen Polishetty), Derek (Tahir Raj Bhasin), ‘Bevda’ (Saharsh Kumar Shukla) and ‘Mummy’ (Tushar Pandey). *As the film’s narrative walks us down the hostel corridors, director Nitesh Tiwari creates an authentic world that is evidently filled with nuggets of nostalgia and a breezy, vibrant energy. There are some genuinely very funny moments that click but also be prepared for a generous helping of low-brow, frat boy jokes, all of which may not be palatable. However, there is no doubt that in its flashback mode – packed with romance, comedy.
Insurance is an agreement | visaxpresbd.net
আমেরিকার ভিসার আবেদন
বাংলাদেশের আইনঅনুযায়ী বাংলাদেশী নাগরীকত্ব বহনকারী এমন যেকোনো ব্যক্তি আমেরিকার ভিসার আবেদন করতে পারেন।সেক্ষেত্রে নিজ দেশ থেকেই আবেদন করাকে উৎসাহিত করা হয়। ভিসা আবেদন করার সময় সাক্ষাৎকারের সময় পাওয়ার বিলম্বের বিষয়ে খেয়াল রাখতে হবে। এসব বিষয়ের ওপর নির্ভর করে আবেদনকারীদের উচিত অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তির স্থান নির্ধারণ করা উচিত। এ ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে, কোন কনস্যুলার জেলার ক্ষেত্রে আবেদনকারী সব থেকে মজবুত বন্ধন প্রদর্শন করতে পারবেন। কারণ ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের এটি প্রমাণ করতে হবে যে, আমেরিকা ছাড়া অন্য একটি দেশের সঙ্গে তাদের মজবুত/দৃঢ় বন্ধন রয়েছে। এই বন্ধন যেন এতটাই মজবুত/দৃঢ় হয়, যা আবেদনকারীর সেই দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারে। যদি আপনার এ ধরনের বন্ধন বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে থাকে, তাহলে কনস্যুলার অফিসারকে সেটি প
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া
ভারত ভ্রমন করতে চান তাদের জন্য প্রথমে যে কাজটি জরুরি তা হল ভারতীয় ভিসা আবেদন করা। ভিসা আবেদন করার জন্য প্রায় সবাই বিভিন্ন এজেন্ট দিয়ে ভিসার আবেদন ফর্ম পূরন ও ভিসা ফি পরিশোধ করে থাকেন। এজন্য গুনতে হয় অতিরিক্ত খরচ। ফর্ম পুরনে মাঝে মাঝে কিছু ভুল হয়ে থাকে যা নিজে নিজে চেষ্টা করলে এড়ানো সম্ভব। কোন এজেন্টের/ দোকানের সহায়তা ছাড়াই নিজে নিজেই শুরু করেতে পারেন ফর্ম পুরন থেকে শুরু করে জমাদান পর্যন্ত সকল কাজ।
শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো কি কি।
১. আবেদন ফর্ম রেডি করা (পুরণ করা, ছবি আর স্বাক্ষর দেয়া)
২. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ
৩. ভিসা আবেদন ফি পরিশোধ করা
৪. ভিসা আবেদন জমা দেয়া
৫. পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেয়া।
মাসোহারা দিয়েই মহাসড়কের সীতাকুণ্ড নিষিদ্ধ সিএনজি অটো রিক্সা
চট্টগ্রাম কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ যান চলাচল। ২০১৬ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের জারি করা নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি এসব যান চলাচল। নিষেধজ্ঞাকে রীতিমত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন দেদারছে চলছে মহাসড়কে এসব অবৈধ যান। পুলিশের সাথে মাসোহারার বিনিময়ে কিছু ড্রাইভার এসব অবৈধ গাড়ি চালাচ্ছেন বলে জানান তারা। সিএনজি চালক জালাল বলেন, মহাসড়কটিতে তিনি অবাধেই সিএনজি চালাচ্ছেন। কোথাও কোন পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের কেউ তাকে বাধা দেয় না। পুলিশকে মাসোহারা দিয়েইতো গাড়ি চালাতে হয়। সরেজমিন দেখা যায়, কিছুক্ষণ পর পর একটি-দুটি করে সিএনজি অটোরিকশা সীতাকুণ্ড সদর থেকে মহাসড়ক হয়ে বাড়বকুণ্ড এলাকায় যাতায়াত করছে।